About Our Foundation

এই উদ্যোক্তা সংগঠনটি সারা বাংলাদেশের নারী ও সকল উদ্যোক্তাদের জন্য টেকসই নির্ভরযোগ্য মার্কেটিং প্লাটফর্ম, এখানে পণ্য মার্কেটিং ক্রয় বিক্রয় এ জন্য টাকা লাগে না, নিজের পণ্যের প্রচার ও প্রসারের জন্য নিজে সুন্দর করে উপস্থাপনা করে নিজের পণ্যের পোস্ট দিয়ে ক্রেতা আকর্ষণ করে নিজে লাভবান হবেন, আমাদের উদ্দেশ্য হলো সবাইকে সাথে নিয়ে এক প্লাটফর্মে কাজ করার নিজের, নিজের সমাজের ও জাতির উন্নয়নে কাজ করারই হলো আমাদের মূল লক্ষ্য, #সপ্নঃ- সপ্ন দেখতে কে না ভালোবাসে, এবং কি যার চোখ নাই অন্ধ সেও মনের চোখ দিয়ে হলেও সপ্ন দেখে, তাই আসুন আমরাও সপ্ন দেখি নতুন কিছু করা প্রত্যয়ে, আসুন নতুন কিছু বিনির্মাণের সহযাত্রী হই। #ভালোবাসাঃ- ভালোবাসা ছাড়া একসাথে চলা কখনোই সম্ভব না, তাই যে কোনো জিনিসকে আঁকড়ে ধরতে হলে ভালোবাসতে হবে, কেয়ার করতে হবে সময় দিতে হবে খোঁজ খবর নিতে হবে আসুন ভালোবেসে গ্রহণ সমস্ত কাজ উদ্যোগ। #আস্হাঃ- বিশ্বাস যদি না থাকে কোনো কাজেই তৃপ্তি প্রশান্তি আসে না, আপনি যতই কাজ করেন, আস্থা না থাকলে সফলতা আসে না কখনো এটা মাথায় রাখবেন মনে ধারণ করবেন।আমরা সপ্ন দেখি স-নির্ভর নিজেকে গড়ে তোলার, আত্মপ্রত্যয়ী হয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার নিজের একটা পরিচয় তৈরী করার, সে রকম কিছু করতে হলে বেকার অবস্থায় চাকরির পেছনে না ছুটে বা চাকরির পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলার আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগী হই। সবাইকে সুন্দর আগামীর জন্য শুভ কামনা রইলো। শুভেচ্ছান্তে সাইফুল ইসলাম সাইফ। সাধারণ সম্পাদক, এডমিন। বিজয়ী নারী উদ্যােক্তা সংগঠন

Key People

প্রতিষ্ঠাতা ও সভাপতি

সানজিদা হায়াত দিপা

কেন্দ্রীয় উপদেষ্টা

শফিকুল ইসলাম রবি

আঞ্চলিক উপদেষ্টা

নার্গিস আক্তার

সাধারণ সম্পাদক

সাইফুল ইসলাম সাইফ